অগ্রণী মডেল কলেজ

আমি পারি, আমি করবো ,আমার জীবন আমি গড়বো – এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আর্দশ, সৎ, স্বনির্ভর মানুষ হিসেবে দেশের যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে অগ্রণী মডেল কলেজের প্রতিষ্ঠা । বাংলাদেশের ঐতিহাসিক শিল্প সমৃদ্ধ গাজীপুরে মনোরম পরিবেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থার অনন্য এক নাম অগ্রণী মডেল কলেজ। প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শিক্ষামূলক প্রোগামে অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। মননশলীতা বিকাশে এটি একটি আর্দশ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রয়েছে সুযোগ্য পরিচালনা পর্ষদ যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্ববধানে এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সমন্বয়ে এই অঞ্চলের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। 
IMG_1057
Style switcher RESET
Body styles
Color settings
Link color
Menu color
User color
Background pattern
Background image